সিলেট বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ বেতার,ও বাংলাদেশ টেলিভিশন তালিকাবদ্ধ গীতিকার অসংখ্য গানের মহাজ এম এ একাডেমি ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ আছাব আলী
সংগীত অঙ্গণের অপসংস্কৃতি দূর ও পরিবর্তনে এক সংলগ্নে কাজ করে যাচ্ছেন,সিলেট ও বিশ্বনাথের গীতিকবি বাউল ও সংগীত অনুরাগীদের নিয়ে ২১শে ফেব্রুয়ারী মাহান ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা স্বরণ রেখে উনার বাসভবন সিলেট শাহপরান খাদিম নগর দিগন্ত আবাসিক এলাকায় বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বক্তব্যে পেস্ট করেন
তিনি আর বলেন সিলেটের সংগীত অঙ্গনের মূল ধারার সংগীত বহমান থাকুক, অপসংস্কৃতির সাথে যারা জড়িত তাদের প্রতিহত করতে সব সময় কাজ করে যাবেন বলে আশ্বাস প্রধান করেন।
এ এসময় উপস্থিত ছিলেন বাউল জুয়েল আহমেদ, বাউল ছালেক আহমদ,বাউল মঈন উদ্দিন, হুশিয়ার আলী, মিউজিশিয়ানস গীতিকার মোতাহির আলী,বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক বশির আহমদ,আকবর আলী,সাজিদ আলী,রহিম মিয়া,রফিক মিয়া, রাকিব আলী,খলিল মিয়া, আনোয়ার চিশতি, সাইফুল জালালী,আবুল বশর,প্রমুখ।
Leave a Reply