বিশ্বনাথে চাউলধনী হাওর নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম ও তার বাহিনীর আতষ্কে রয়েছে নিহত সুমেলের পরিবার ও এলাকাবাসী। হত্যাকান্ডের ১৯ দিন অতিবাহিত হওয়ার পরেও প্রধান আসামী এখনও ধরা ছুয়ার বাহিরে ও তার ব্যবহৃত সেই বন্দুক এখন উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ফেব্রয়ারীতে চৈতননগর গ্রামের অসহায় কৃষক ছরকুম আলী দয়াল হত্যার ও প্রধান আসামী এই সাইফুল। সেই হত্যাকান্ড রেশ কাটতে না কাটতেই তার গুলিতে নিহত স্কুলপড়ুয়া ছাত্র সুমেল। মামলার বাদী চাচা ইব্রাহীম আহমদ সিজিল জানান, শেষ ৭জন আসামীকে গ্রেফতার করছে পুলিশ এবং প্রধান আসামীসহ ১ থেকে গুরুত্বপূর্ণ আসামীরা গ্রেফতার না হওয়ায় আতষ্কে রয়েছেন সুমেলের পরিবার সহ এলাকাবাসী।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান,মামলার প্রধান আসামী অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ১মে সড়কের মাটি কাটা নিয়ে বাদী পক্ষ ও প্রধান আসামী সাইফুলের মধ্যে বাকবিতন্ডা হয়, আর এই বাকবিতন্ডা এক পর্যায়ে সাইফুল গুলি চালায়। এতে মারা যান সুমেল ও মাথায় গুলিবিদ্ধ হন তার বাবা মানিক মিয়া।
এলাকার সাধারন মানুষের জনমনে প্রশ্ন এক পর এক হত্যাকান্ড ঘটিয়ে সাইফুল কি ভাবে এত দিন আত্বগুপনে থাকা এলাকাবাসীর দাবী হত্যাকারী সাইফুল কে গ্রেফতার করা হউক।
Leave a Reply