ঐতিহ্যবাহী সিলেটের বিশ্বনাথের রায়পুরে অবস্থিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা অনুসারী আল জহুর হিফজুল কোরআন মাদরাসার উদ্দোগে বিশ্ব পয়গাম্বর হযরত মুহাম্মদ (সা)রাসূলের পবিত্র জন্ম দিবস উপলক্ষে ” ঈদে মিলাদুন্নবী (সা) পালন করা হয়েছে।
গত ২০ শে অক্টোবর বৃহস্পতিবার সকালে অত্র মাদরাসার আল হুসাইন ছাত্র সংসদের নেতৃত্বে মোবারক র্যালী খাজাঞ্চী ইউনিয়নের ১ ও ২ নং ওর্য়াডের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
দুপুর ২ ঘটিকা থেকে মাদ্রাসার প্রাঙ্গনে ওয়াজ,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
সৎপুর মাদ্রাসার সাবেক শিক্ষক মাও.মোব্বাসির আলীর সভাপত্বিতে প্রধান অথিতি হিসাবে নসিয়ত পেস করেন ; আল্লামা কমর উদ্দীন চৌধুরী ফুলতলী, প্রধান বক্তা হিসাবে মাও.মর্তুজ আলী আমানতপুরী, মাও.আজিজুর রহমান ধনপুরী, সহ স্থানীয় উলামাগণ বয়ান পেশ করেন।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব হুসাইন আহমদ সাহেব uk.
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ কারী মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, ও হাফিজ কারী আমিনুল ইসলাম সাহেবর,পরিচলনায় মাহফিলের কার্যকম পরিচালিত হয়েছে,
মাহফিলে উপস্থিত ছিলেন,শেঁখের গাঁও হাফিজিয়া মাদ্রাসা, আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, দূর্লব পুর দাখিল মাদ্রাসা, সৎপুর হাফিজিয়া মাদ্রাসা, ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা, ব্রাউনজিলী হাফিজা মাদ্রাসা,
মাহফিলে আমন্ত্রিত অথিতি হিসাবে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও.হাবিবুর রহমান, বিশ্বনাথের ২ নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।।
Leave a Reply