রাসেল রহমান বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশুগঞ্জ বাজার অফিস কার্যালয়ে বাদ মাগরিব গণসংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হয়।আশুগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী জনাব মোঃ ফারুক আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নুর মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি’র সার্বিক তত্ত্বাবধায়ক ও আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ-এর সিনিয়র শিক্ষক জনাব মোঃ কাউছার উদ্দিন, উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ চুনু মিয়া,অর্থ সম্পাদক মোঃ মখদ্দছ আলী, সদস্য মোঃ আজিজুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় স্বপ্নসিঁড়ি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি’র আহ্বায়ক আজিমুর রহমান রাজন ও সদস্য সচিব মোঃ সজিব আহমদ।বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি’র সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ কাউছার উদ্দিন, এসময় প্রধান অতিথি মোঃ ফারুক আহমদ স্বপ্নসিঁড়ি’র রামাদ্বান প্রকল্পের জন্য পূর্ব ঘোষিত ১,০০০০০/-(এক লক্ষ টাকা) অনুদান স্বতস্ফূর্তভাবে স্বপ্নসিঁড়ি’র হাতে হস্তান্তর করেন। অতিথি মহোদয় স্বপ্নসিঁড়ি’র সার্বিক কর্মকাণ্ডে কৃতজ্ঞচিত্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বপ্নসিঁড়ি কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত দেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। স্বপ্নসিঁড়ি পরিবার আশুগঞ্জ বাজার পরিচালনা কমিটির প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ও স্বপ্নসিঁড়ি কে মূল্যায়ন করার জন্য। আমরা এলাকাবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।মানবতা হোক সমাজের প্রাণ,
আমরা তরুণ উড়াই নিশান
Leave a Reply