জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিলেট ০২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরী কে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৪ জুন ২০২৩ ইং জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস থেকে দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক অব্যাহতি পত্র দ্বারা তাকে এই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে; জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী (সিলেট) কে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে ইতিপূর্বে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। তার জবাব সন্তোষ জনক না হওয়ায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাময়িকভাবে তার অব্যাহতির আদেশ অনুমোদন করেছেন।