রাজা মিয়া::যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় অনলাইন টিভি SNB চেয়ারম্যান আলহাজ্ব মনির আলী ভাই’কে SNB পরিবার বিএমএফ,সাংবাদিক ক্লাব বিশ্বনাথ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
পৌর শহরে একটি হোটেলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মনির আলী,SNB এর পরিচালক একে,এম তুহেম,সাংবাদিক ক্লাবের সভাপতি শাহীন উদ্দিন,বিএমএফ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মজলু মিয়া,সহ সভাপতি রাজা মিয়া,সাধারণ সম্পাদক আবিদ উদ্দিন নিজাম,দপ্তর সম্পাদক রাসেল রহমান,সাহেল খান,কেন্দ্রীয় সদস্য এসপি সেবু,সাংবাদিক আনহার বিন সাইদ,আরকুম আলী,জয়নাল আবেদন,আল – তাহমিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে গণস্বাস্থ্য কেন্দ্র কতৃক উপহার সামগ্রী তুলে দেন নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সোহরাব হোসেন।
Leave a Reply