1. admin@dainikamarbiswanath.com : admin :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্বনাথে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথে নিউলাইফ ‘মা ও শিশু’ ক্লিনিকের শুভ উদ্বোধন জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পূর্ণ ২৬ মার্চ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন ২৬ মার্চ প্রথম প্রহরে বিশ্বনাথে বিএনপি’র পুস্পস্তবক অর্পন স্বপ্নসিঁড়ি কর্তৃক মাহে রামাদ্বান উপলক্ষে স্বল্প আয়ের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন। লন্ডনে দেওকলস দ্ধীপাক্ষিক স্কুল এন্ড কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা মরহুম হাজী আব্দুল মতিন মিয়ার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে প্রবাসী বাবা ছেলের দাফন অনুষ্ঠিত,ঘটনা কি বের করতে ব্যর্থ পুলিশ।

রাজা মিয়া
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৫৯ বার পঠিত

ষ্টাপ রিপোট: ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর শরিষপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম (৬০)ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬) এর ময়না তদন্ত শেষে দাফন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর পারকুল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় তার পরিবারের আত্মীয় স্বজন সহ নানা পেশার মানুষ জানাজায় অংশ নেন। তাদের দাবি ঘটনার সুষ্ঠু বিচার তবে গত সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটলে ও এখন পর্যন্ত ক্লু উদঘাটন করে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকার প্রবাসীরা নিন্দার ঝড় তুলেছেন। দেশে ফিরতে ও অনিচ্ছুক অনেকেই। তাদের দাবি এই ধরনের ঘটনা প্রবাসী আতংক ও সিলেটবাসী ও দেশবাসীর জন্য অশোভনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন।
এদিকে পুলিশ সহ আইনশৃংখলা রক্ষাকারীর সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে ক্লু উদঘাটনে জোড়ালো ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
উল্লেখ্য যে,গত সোমবার রাতে তাজপুর বাজারের মঙ্গলচণ্ডী রোডে তাজপুর ইউপি চেয়ারম্যান অরোনদয় পাল ঝলকের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
তাদের পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের অন্য তিনজন সদস্য চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা