রাজা মিয়া : সিলেটের ওসমানীনগরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও সিলেট টু ঢাকা মহাসড়ক এলাকায় কোনো ধরনের চেকপোস্ট ছাড়া যানবাহনকে আটকাতে বসেছে হাইওয়ে পুলিশ। একটি সিএনজি অটোরিকশা কে ধাওয়া দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতট্রাকের সাথে মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তি দয়ামীর ইউনিয়নের খাপন কাউয়ারাই গ্রামের ছুরাব আলী মাষ্টার এর পুত্র মোঃ এমাদ আহমদ (৩০)। পরে তাকে ওসমানী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দূর্ঘটনার সাথে সাথে দীর্ঘ ২ ঘন্টা মহাসড়কে যানযট সৃষ্টি হয়,উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশকে ধাওয়া করলে আত্ম রক্ষার জন্য পুলিশ পালাতে চাইলে একজন পুলিশ সদস্যকে স্হানীয় জনতা ধরে গণপিটুনি দেয়। পরে স্হানীয় মুরব্বিয়ান ও শালিসি ব্যক্তিরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে বিক্ষোভকারী জনতা জানায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চেকপোস্ট ছাড়া যেখানে সেখানে দাঁড়িয়ে যানবাহনকে ধাওয়া দেওয়া ও হয়রানির কারণে ওসমানীনগর এলাকায় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে।
Leave a Reply