সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রান্ত দেব (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় নিহতের নিজ বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।প্রান্ত দেব উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বাসায় কেউ না থাকা অবস্থায় রোববার বিকেলের কোনো এক সময়ে রান্না ঘরের চালার তিরের সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রান্ত দেব। বিকেলে বাসার অন্যরা বাড়ি এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে রান্না ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ওসমানীনগর পুলিশ প্রান্তের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মের্গে প্রেরণ করে। এদিকে নিহত শিক্ষার্থী প্রান্ত দেবের আত্মার শান্তি কামনা ও শোক প্রকাশ করে আজ সোমবার সকাল ১০টায় গোয়ালাবার আদর্শ উচ্চ বিদ্যায়ের শিক্ষক শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন করে।
ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মের্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply