দৈনিক আমার বিশ্ববনাথ: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর দুই উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে পত্র পাঠিয়েছেন স্হানীয় সরকার বিভাগ। ৬ জুন সোমবার বিকেলে স্হানীয় সরকার মন্ত্রনালয় সাক্ষরিত পত্রে
মনোনয়ন দাখিল শেষ -; ২৮ জুন ২০২২,বাচাই ৩০ জুন ২০২২,প্রত্যাহার ৭ জুলাই ২০২২,ভোট গ্রহণ ২৭ জুলাই ২০২২ উল্লেখ করা হয়েছে।
এতে সকল কেন্দ্রে যথাযথ নিরাপত্তা সহ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে বলে ও জানিয়েছেন তারা।
এদিকে পত্র এখনো হাতে পৌঁছে নি তবে নির্বাচন এই তারিখেই হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল।
Leave a Reply