ফয়সল আহমদ:সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোট আজ শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলবে।
ভোট গ্রহণের সকল প্রস্তুতি সমপ্ন। এ আসনে এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হবে ভোট গণনা। ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন।
এই নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীক, বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি মার্কা প্রতীক নিয়ে ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়েনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ১৪৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সব সরঞ্জাম আজ সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাবে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। এরমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি আনসার, কোস্টগার্ড।
ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
Leave a Reply