ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার দাস এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি রবিবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর আয়োজনে রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোরাব আলীর সভাপতিত্বে ধারাভাষ্যকার রুহুল আমীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাস চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘোষগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ চমক আলী।
অনুভূতি প্রকাশ করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সায়েস্তা আল নোমান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান শিক্ষানূরাগী সদস্য নজরুল ইসলাম রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সানাউল হক সানি,পানি বিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তা ধনঞ্জয় দাস,
বিশিষ্ট লেখক ও দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই মশাহিদ,বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুক মিয়া,বিদ্যালয় এসএমসির সভাপতি লুতফুর রহমান ও মাষ্টার রফিক আলী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন হাফিজ আমিন খান ও গীতা পাঠ করেন প্রবীর চন্দ্র দাশ।
এসময় উপস্থিত ছিলেন,হুসেন নমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা রানী চৌধুরী ও সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রঞ্জন,দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাস, দয়ামীর আবদুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা রানী, হাজী ফরিদ সারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা রানী দাশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুস সালাম,আমির আলী,দুলাল মিয়া,
টুনু মিয়া,মাওলানা মাহবুব আলী,সোলেমান আলী,মাওলানা হাবিবুর রহমান,আবদুস সত্তার,সাইদুল ইসলাম জাকির,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহিদা বেগম, শিরিন আক্তার প্রমুখ।
Leave a Reply