৬ষ্ঠ ধাপে ১নং লামাকাজি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া। তিনি টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। কবির হোসেন ধলা মিয়া জয়ী হয়ে এই বিজয় কে ইউনিয়নবাসী কে উৎসর্গ করছেন এবং ইউনিয়নবাসী কে শুভেচ্ছা জানিয়েন।
লামাকাজি ইউনিয়নে চশমা প্রতিকে ৬ হাজার ২৫৭ বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী ফয়ছল আহদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৭ ভোট। তিনিও ভোটের হিসেবে জামানত হারিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবেদুর রহমান আছকির ঘোড়া প্রতীকে ৭৫৯ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী আতাউর রহমান হাতপাখা প্রতীকে ৩৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
সোমবার রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রির্টানিং অফিসার গোলাম সারওয়ার।
Leave a Reply