সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মহান মুক্তি যুদ্ধের সংগঠক,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনপ্রিয় শপিং সিটি আল হেরার চেয়ারম্যান আলহাজ্ব পংকি খানঁ চিরনিদ্রায় শায়িত হলেন।
রোববার বেলা দুইটায় বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব,সিলেট ২ আসনের সাংসদ কেন্দ্রীয় গণফোরাম এর নির্বাহী সভাপতি মোকাব্বির খান। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানঁ,সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ,এডভোকেট শাহ্ মশাহিদ আলী,সুজাত আলী রফিক,শফের জামাল,বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া,কেন্দ্রীয় খেলাফত মজলিস নেতা মুনতাসীর আলী,সাবেক সংসদ সদস্য ইয়াহ্হিয়া চৌধুরী এহিয়া,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় তারা তার জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply