বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাতের অভিযোগে একাধিক চেক ডিসঅনার মামলায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল ফখরুল ইসলাম মতছিনকে এলিট ফোর্স র্যাপিড একশন ব্যাটালিয়ন RAB সিলেট বিভাগের বাহির থেকে গ্রেফতার করে বলে সূত্র থেকে জানানো হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি পলাতক ছিলেন।
গত বছর সহ পূর্বের সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে,
মতছিনের বিরুদ্ধে নিজ বিশ্বনাথ থানাতেই তিনটি গ্রেফতারী (ওয়ারেন্টভুক্ত)
আদেশ রয়েছে। এছাড়াও অন্য থানাতেও মামলা আছে তার নামে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ শুক্রবার ৩ মার্চ ২০২৩) ফখরুল ইসলাম মতছিন সিলেট কারাগারে আটক আছেন বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ও থানা প্রশাসন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।।
Leave a Reply