চাউলধনী হাওর বাচাঁও রক্ষা কমিটি ইউকের উদ্যোগে আজ ২২ জুন মঙ্গলবার ,কৃষক ছরকুল আলী ও স্কুলপড়ুয়া ছাত্র সুমেলকে গুলি করে হত্যার প্রতিবাদে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ।সংগঠণের আহ্বায়ক হাজী খলিল উদ্দিন ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবুতাহের চৌধুরী ,কাউন্সিলার শাহ সোহেল আমিন ,কাউন্সিলার সাবিনা আক্তার ,কমিউনিটি নেতা আব্দুল হামিদ চৌধুরী ,হাওয়া টিভির পরিচালক ও উপস্থাপক মাহমুদুর রহমান শানুর ,মিসেস আতিয়া বেগম প্রমুখ ।অন্যান্যদের বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী মহব্বত শেখ ,বদরুল হক চৌধুরী,লিভারপুলের নিজাম উদ্দিন, সাংস্কৃতিক কর্মী শিমুল তাছবির চৌধুরী ,আব্দুল হামিদ খান সুমেদ প্রমুখ ।
সভায় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।হত্যাকাণ্ডের মূল নায়ক সাইফুল ও অন্যান্য সহযোগীদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবী জানান ।বক্তারা বিশ্বনাথ উপজেলার ২৮ টি গ্রামের কৃষকদের স্বার্থ রক্ষা ,সন্ত্রাসীদের কবল থেকে হাওর রক্ষা ও বিশ্বনাথের দুর্নীতিবাজ অফিসারদের অপসারন দাবী করেন ।বক্তারা সিলেটের ডিআইজি,এসপিকে ধন্যাবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
মানব বন্ধনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন
Leave a Reply