বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামে সেচ্ছাসেবী,সেবামূলক,সামাজিক সংগঠন জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থা এর নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
ইমামুর রহমান কে সভাপতি ও মো: রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৩ সনের কার্যকরি কমিটি গঠন করা হয়।
এসময় সংস্থার কার্যালয়ে প্রবাসীদের সংবর্ধনা ও কার্যকরি কমিটির শপথ বাক্য পাঠ করা ও ২০২২ সালের ক্যালেন্ডার উম্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জগদিশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আং গফুর, যুক্তরাজ্য প্রবাসী সরিফ রহমান বনি,যুক্তরাজ্য প্রবাসী মো: সিরাজ মিয়া, সৌদি আরব প্রবাসী মো: ইয়াছিন মিয়া,সৌদি প্রবাসী মো: আকাদ্দুস মিয়া, সৌদি প্রবাসী মো: দবির মিয়া,সৌদি প্রবাসী মো: আনছার মিয়া,কার্যকরি পরিষদের উপদেষ্টা সাবিউর রহমান সাবুল,মো: মজলু মিয়া, জগদিশপুর জামে মসজিদের মুওাল্লী মো: আমরুজ আলী,হাকিম আহমদ সহ আরোও অনেকেই। এসময় সংগঠনের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান জগদিশপুর জামে মসজিদের ঈমাম মাওলানা আমিনুল ইসলাম সেবুল।
Leave a Reply