রাত পোহালেই বিশ্বনাথ পৌরসভার নির্বাচন এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ফারুক আহমদ নৌকা,সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ‘জগ’ বিএনপি’র বহিষ্কৃত নেতা জালাল উদ্দিন ‘ হেঙ্গার’ জমিয়তের শিব্বির আহমদ ‘ খেজুর গাছ’ আল ইসলার ফয়জুল ইসলাম ‘ চামচ, ‘ মোনায়ম খান মুন্না ‘ মোবাইল ‘শফিক আহমদ ‘ নারেকেল গাছ’ সহ মোট ছয় জন মেয়র প্রার্থী প্রতিধন্দিতা করছেন এর মূল লড়াইয়ে জগ মার্কার প্রার্থীর ধারে কাছে অন্য প্রার্থীরা আসার সম্ভনা নাই, আমরা মাঠ জরিপে জনমত যাচাই করলে তা ভোটারদের কাছ থেকে উটে এসেছে, ভোটারদের কাছে পৌর নির্বাচনে মেয়র পদে তাদের পছন্দের প্রার্থী কে এবং নবগঠিত বিশ্বনাথ পৌরসভার জন্য নাগরিকরা কাকে বেচে নিচ্ছে এ প্রশ্নের জবাবে প্রায় ৮০ ভাগ ভোটাররা তাদের পছন্দের প্রার্থী “জগ” মার্কার মুহিবুর রহমান বলে জানায়, এ এক আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন মুহিবুর রহমান, ভোটারদের আশা সুষ্ঠু নির্বাচন হলে মুহিবুর রহমান ই হবেন পৌরসভার প্রথম মেয়র।
Leave a Reply