বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) টুর্ণামেন্টে জৈন্তাপুর উপজেলাকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলাম বিশ্বনাথ উপজেলা।
মাছিমপুরে মাঠে টূর্ণামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেলান্টিতে এগিয়ে যায় জৈন্তাপুর উপজেলা। এরপর ৫ মিনিটের মাথায় গোল শোধ করেন বিশ্বনাথের ফরোয়ার্ড আইনুল হক।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে জয়লাভ করে বিশ্বনাথের বালকরা। আগামীকাল বুধবার সকাল ১০ টায় ওই মাঠে ফাইনালে উঠার লড়াইয়ে বিশ্বনাথ দল মুখোমুখি হবে ওসমানীনগর উপজেলা!
খেলায় বিশ্বনাথ দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন আব্দুল আজিজ সুমন, কোচের দায়িত্ব পালন করেন ফুটবলার আলমগীর হোসেন। দলের সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মকদ্দুছ আলী।
Leave a Reply