সিলেটের ওসমানী নগর উপজেলার বালাগঞ্জ ওসমানীনগরের মধ্যবর্তী ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলছে।
বর্ষার বিরামহীন বৃষ্টিপাতে দু’পাশের মাটি ভেঙে গিয়ে সেতুতে ধরেছে ভাঙন,উপরে পাকা অংশ ফেটে গিয়ে এখন পুরো সেতুটি ঝুকিপূর্ণ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জানা গেছে,বালাগঞ্জ ওসমানী নগর উপজেলার খন্দকার বাজারের বড়ভাগা নদীর উপরে নির্মিত সেতু স্বাধীনতার পূর্বে থেকেই। তবে সেতুটি ঠিকমতো মেরামত ও নজরদারির অভাবে এখন বিলুপ্তির পথে। বর্তমানে ঝুকিপূর্ণ অবস্থায় যান চলাচল সহ স্হানীয় লোকজন,পথচারী পারাপার হচ্ছেন।
এলাকাবাসী বলছেন,সেতুটি ভেঙে গেলে ও কেউ নজর দিচ্ছেন না।তাদের দাবি অনতি বিলম্বে বড়ভাগা নদীর তীরে সেই সেতুটি সংস্কার করতে।
এবিষয়ে জানতে চাইলে স্হানীয় চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন জানান,সেতুটি ঝুকিপূর্ণ,যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
এদিকে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী জানিয়েছেন,খবর পেয়ে ঘটনা স্হল দেখে এসেছি,শীগ্রই সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা ও করছি।
সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply