বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নামে এক মাদরাসা সুপার গতকাল শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ৮টায় বাড়ি হইতে তার নানা বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর আর সন্ধান মিলছে না তার। তিনি অলংকারি-পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাধ্যমিক মাদরাসার প্রধান শিক্ষক।
তালামীযে ইসলামীয়ার সাবেক ছাত্রনেতা এছাড়াও তিনি দেশী-বিদেশী একাধিক সামাজিক সংগঠনের সক্রিয় দায়িত্বশীল হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে ওইদিন মধ্যরাতে তার বড় ভাই মো. মুহিবুর রহমান বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন তিনি। পরে মধ্যরাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। একপর্যায়ে সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার আর সন্ধান পাননি তারা।
Leave a Reply