দক্ষিণ সুরমায় ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন ডাকাত গ্রেফতারঃ
অদ্য ২৮/০৫/২০২২খ্রিঃ তারিখ ভোর রাতে দক্ষিণ সুরমা থানাধীণ ফুলদি গ্রামে মৃত মো: আলী এর ছেলে জনৈক মানিক এর বসতবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে ১। মনোয়ারুজ্জামান ইমন @ শাকিল আহমদ (২৪) পিতা-মোঃ মাইন উদ্দিন @ মঈনুদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-নিজ ঢাকা দক্ষিণ, (বিদাইটিকর), থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। জীবন মিয়া (২০), ৩। আরব আলী (২৮) উভয় পিতা-হাছন আলী, সাং-বৈরাগী মাঝপাড়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ৪। মহিবুর রহমান (৩২) পিতা-মৃত আব্দুল কালাম, সাং-আজিজপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেটদেরকে আটক করত: দক্ষিণ সুরমা থানা পুলিশকে সংবাদ দিলে, থানা পুলিশের একটি টহল টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল হইতে ডাকাতি কাজে আসামীদের বহনকৃত একটি লাল রংয়ের ডিআই পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-০৯৪৫ ও আসামীদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার নীল রংয়ের, একটি লোহার চিরা পাঞ্চা, একটি কাচি ও একটি রড উদ্ধার পূর্বক ২৮/০৫/২০২২খ্রি: তারিখ ০৭.৫৫ ঘটিকার সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ডাকাতি প্রস্তুতির ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬, তারিখ-২৮/০৫/২০২২খ্রি:, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। ধৃত ডাকাতদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
Leave a Reply