নিজেস্ব প্রতিবেদক :গণতন্ত্র মুক্তিপাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্বপ্রকাশ করেছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল “প্রগতিশীল গ্রীণপার্টি ”
নামে একটি সংগঠন।
সংগঠনের প্রতিষ্টাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক গবেষক ও পরিবেশবাদী আন্দোলনের সংগঠক সিলেটের কৃত্তিসন্তান তুতিউর রহমান চৌধুরী আজ উসমানী নগরে নিজেস্ব বাসভনের অফিসরুমে অনলাইন, প্রিন্ট ও ইলেক্টনিক গনমাধ্যমের সংবাদকর্মীদের সাথে সাক্ষাতে তাঁর নিজেস্ব সংগঠিত দল ” প্রগতিশীল গ্রীণপার্টি র” ইসতেহার পাঠ করে দলটির আনুষ্টানিক আত্বপ্রকাশ ঘোষনা করেন।
তৃতীয় শক্তির সম্ভাব্য মিত্রজোটের এ দলটির ২০৩৫ নামে ভিশন ও মিশন হিসাবে দেশের উন্নয়নে যুগ উপযোগী ৩৯ দফা কর্মসূচী ঘোষনা করেন।
উক্ত কর্মসূচীই দলের নির্বাচনী ইসতেহার হিসাবে মিডিয়ার মাধ্যমে জনগনর মাঝে পৌছে দেয়ার আহবান জানান প্রতিষ্টাতা তুতিউর রহমান চৌধুরী।
প্রতিবেদককে এক প্রশ্নের জবাবে তিনি বলেন : আজ আমার সোনার বাংলাদেশ দুর্নীতিবাজদের দখলে,
খাদ্য,বস্ত্র,চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরনে ব্যার্থ রাষ্টের পরিচালকরা।
বঙ্গবীর জেনারেল উসমানীর সিলেট-২ সংসদীয় আসনটি আজ যোগ্য নেতৃত্বের অভাবে পুঙ্গ। নেই বাক স্বাধীনতা, নেই উন্নয়ন, নেই সু-শাসন !
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রকৃত বীরমুক্তিযুদ্ধারা আজ অবহেলিত। দেশের ভালো মানুষদের কদর নেই।
সাবেক রাষ্টপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্টপতি শহীদ জিয়াউর রহমান সহ বাংলাদেশের প্রতিষ্টা লগ্নে যাদের অবদান ছিলো তা ইতিহাস থেকে বিকৃত করা হচ্ছে।
উনাদের অবদান, প্রকৃত আদর্শ, ন্যায় নিষ্টা আর কৃত্তিত্বকে এখনকার (বর্তমান)রাজনৈতিকরা বুজেনা, তাই দেশের গগণতন্ত্র আজ পথভ্রষ্ট।
দেশ ও জাতির মহান
সংসদে দুই পয়সার নর্তকী আজ গান গায়,
অশিক্ষিতরা ৫২ বছরের পুরানো সোনার বাংলার এমপি মন্ত্রী ! আমাদের সোনার বাংলাদেশে আজ ক্লান্তিকাল অতিক্রম করছে, এর থেকে উত্তোরণের জন্য সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্টা করতে হবে। পবিত্র সংসদকে কলংকমুক্ত করতে হবে, জনগণ আরো সচেতন হতে হবে।
ব্যালেটের মাধ্যমে নিজের অধিকার আদায়ের সংগ্রামে জাতিকে শামিল হওয়ার আহবান জানান তিনি।
আগষ্ট মাসের শেষ সপ্তাহে ঢাকায় পিপলস গ্রীণপার্টি সহ সমমাননা দলগুলোর সাথে বৈঠকে বিস্তারিত কর্মসূচী আসছে বলে তিনি ইঙ্গিত করেন।
Leave a Reply