কৃষক ছরকুম আলী-দয়াল ও স্কুল ছাত্র সুমেল হত্যার প্রধান আসামী খুনি সাইফুল কে গ্রেফতার করে ফাঁসির দাবী জানিয়ে বিশ্বনাথের রাজপথে মিছিল করে চাউলধনী হাওর রক্ষা পরিষদ।
পাঁচদফা দাবিতে সিলেট নগরী ও বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদের লোকজন। প্রথমে তারা সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা সদর ও দুপুরে বিশ্বনাথ পৌর শহরে পৃথকভাবে ওই কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, এ দুই খুনি কে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, খুনি সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ ও আছকিরকে গ্রেফতার করতে হবে, খুনিদের নিকট থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার,খুনি সাইফুল এর বন্দুকের লাইসেন্স বাতিল, চাউলধনী হাওরের অবৈধ লীজ বাতিল ও দশঘর মৎস্যজীবি সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানানো হয়। এলাকার সর্বস্থরের জনগন এই মিছিল অংশ নিয়ে খুনী সাইফুলের ফাঁসির দাবী জানান। এই সময় চাউলধনী হাওর রক্ষা পরিষদের সকল নেত্ববৃন্দ অপস্থিত ছিলেন।
Leave a Reply