দৈনিক আমার বিশ্বনাথ: সিলেট -২ বিশ্বনাথ ওসমানী নগর সংসদীয় আসনের সদস্য গণফোরাম নির্বাহী কমিটির সভাপতি মোকাব্বির খান এমপি বলছেন,নির্বাচনী এলাকা বিশ্বনাথ ওসমানী নগরের রাস্তা ঘাট মাছ ও ধান চাষের উপযোগী।
সোমবার মহান জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়ে সমপূরক এক প্রশ্নে তিনি স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপির কাছে এর সমাধান চান।
স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ চলাকালীন সময়ে মন্ত্রী তাজুল ইসলাম এমপি মোকাব্বির খানের জবাবে বলেন,বিভাগ ও জেলা পর্যায়ে প্রকল্প আসে সেগুলোতে রাস্তা সম্পৃক্ত করে কাজ করতে নতুবা বিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এটা থেকে নির্বাচনী এলাকায় কাজ করতে পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন,কোনো এলাকা ছেড়ে কোনো প্রকল্প করা হয় না,বিশ্বনাথ ওসমানী নগর অবহেলিত আছে এটার জন্য তিনি আন্তরিক দুঃখিত। প্রয়োজনে এবিষয়ে মন্ত্রীর কাছে গিয়ে পরামর্শ করে সমাধান করার ও তাগিদ দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও টি ভাইরাল হওয়ার পর এখন সংসদ ভাসছেন প্রশংসায়,সকলের দাবি একটাই ভাঙা রাস্তাগুলো সংস্কার চাই।
Leave a Reply