নুপুর শর্মাকে সমর্থন করে পোস্ট করায় যুবক গ্রেপ্তার
মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করা ভারতীয় নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অপরাধে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা সাওতাল রাজ নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
গোয়াইন ঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, জাফলং চা বাগানের সাওতাল রাজ নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি। এখন তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply