রাজা মিয়া,বিশ্বনাথ::সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন,নেতা হতে হয় কর্মী বান্ধব। নির্বাচিত হয়ে অনেকেই গায়েব হয়ে যায়,সাধারণ মানুষ দারস্থ হতে সুযোগ পায়না,এধরণের পরিস্থিতি থেকে পৌরসভা বাসীকে উদ্ধার করে একটি শান্তি শৃঙ্খলা পূর্ণ পৌরসভা বিনির্মান করতে চাই।
অবহেলিত রাস্তা ঘাটের উন্নয়ন সহ গলা কাটা টেক্স থেকে উদ্ধার ও পৌরবাসীর সার্বক কল্যাণে কাজ করার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
পৌর শহরের ইলামের গাওঁ গ্রামে এক নির্বাচনী সভায় বক্তব্যে এসব কথা বলেন।
ইলামের গাওঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী সাজত আলী’র সভাপতিত্বে শফিক আহমদ পিয়ার এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইছব আলী,হাজী তরিক উল্লা,জাকারিয়া আহমেদ,আবদুল কুদ্দুস,সিরাজ আলী,রফিক আলী,আব্দুল্লা মামুন,শামছুল ইসলাম,আবদুল লতিফ প্রমুখ।
উল্লেখ্য যে,আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন।
Leave a Reply