নৌকার দৌড়ে এগিয়ে নাজলু ; সোহেল
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের ওসমানী নগর উপজেলায় দলীয় মনোনয়ন পেতে নৌকার দৌড়ে এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল।
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। সর্বশেষ জানা গেছে,উপজেলা নির্বাচনে দলীয় ভাবে অংশ নিচ্ছে না জাতীয়তাবাদী দল বিএনপি,তবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে ও কেউ করতে পারে। এদিকে নৌকার মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেন স্হানীয় পাঁচ নেতা,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান,সম্পাদক নাজলু চৌধুরী,যুবলীগ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল,ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আম্বিয়া,দলীয় বিশস্ত সুত্র জানায়,স্হানীয় রাজনৈতিক দুটি বলয়ই শক্তিশালী। আনোয়ার চৌধুরী ও শফিক চৌধুরীর মধ্যে দু’জনেই চান নিজ বলয়ের প্রার্থী দিতে,এতে কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর ও কিছুটা নির্ভর করবে। নির্বাচনকে সামনে রেখে তৃনমুল পর্যায়ের নেতা ও মাঠ পর্যায়ে ভোটারদের মধ্যে দুটি নাম ই আলোচনায় রয়েছে। উভয়ই মাঠ পর্যায়ে ভোটারদের কাছে চষে বেড়াচ্ছেন। সর্বশেষ চলতি বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন।
Leave a Reply