যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী বলেছেন, ‘বিশ্বনাথবাসীর বহুল কাঙ্খিত পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে সাক্ষর করে যে ফারুক আহমদকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছেন তিনি তৃণমূল ছাত্রলীগ থেকে তিলে তিলে গড়ে উঠা একজন নির্যাতিত ও পরীক্ষিত আওয়ামী লীগ নেতা।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ অত্যন্ত সাদামনের মানুষ।নবগঠিত এই পৌরসভার রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্যসেবাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে আগামি ২রা নভেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করলে আমি বিশ্বাস করি, তিনি অতীতের ন্যায় আগামিতেও এমন কোনো কাজ করবেন না-যাতে আপনাদের মুখ ছোট হয়, আপনারা লজ্জিত হন।আমি কথা দিচ্ছি, ফারুক আহমদ যদি মেয়র নির্বাচিত হন, তাহলে তিনি কোনো কাজে আমাকে যখনই ডাকবেন-আমি চলে আসব। প্রয়োজনে তাকে সাথে নিয়ে আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব। আপনাদের উন্নয়নের স্বার্থে আপনাদের কাছেই ফারুক আহমদের নৌকা প্রতিকে আমি ভোট ভিক্ষা চাই।
আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বার ওয়ার্ডবাসীর উদ্যোগে স্থানীয় জানাইয়া গ্রামের বৈঠকখানায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ফারুক আহমদের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Leave a Reply