ডেক্সরির্পোট :বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে প্রবাসীদের নিজ অর্থায়নে স্থানীয় সমাজিক কল্যাণমূখী সংগঠন ” ইয়াং স্টার সোসাইটির ” তত্বাবধানে
বন্যাকবলিত প্রায় ১৫০ টি পরিবারকে ১৫ দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যার্থ, ক্ষতিগ্রস্ত জনগন প্রবাসীদের এ সহযোগীতায় কিছুটা হলেও দূযোর্যোগ মুহুর্ত কাঠিয়ে উঠতে পারবে বলে সংগঠনের সভাপতি মাহবুব আহমদ মাখন আশাবাদ ব্যক্ত করেন এবং সকল প্রবাসীদের সু-স্বাথ্য দীর্ঘায়ু কামনা করে গ্রামবাসী বিশেষ মোনাজাত করা হয়।
নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রীর মধ্যে ১৬ কেজি চাউল, ৫ কেজি পিয়াজ,
৫ কেজি আলু, ১ লিটার তৈল, আধা কেজি মসুর ডাল প্রতি প্যাকে প্রদান করা হয়।
Leave a Reply