পুরান গাওঁ কোনাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যােগে ও অর্থায়ণে মুরব্বিয়ানদের ব্যবস্হাপনায় ৬ লক্ষ ২৮ হাজার টাকা ঈদ উপহার পেয়েছেন পুরান গাঁও কোনাপাড়া গ্রামের ২০৯ জন অসহায় পরিবারের মানুষ।
গ্রামের প্রতি অসহায় পরিবার কে ৩০০০/হাজার টাকা করে বাড়ী বাড়ী নিয়ে পৌছিয়ে দেওয়া হয়েছে।
টাকা বিতরণ বৈঠকে উপস্হিত ছিলেন,প্রবীণ মুরব্বি সিরাজ আলী,আব্দুর রহিম মেম্বার, জয়নাল আবেদীন কুদ্দুছ মেম্বার ,মাওলানা আব্দুল করিম, যুক্ত রাজ্য প্রবাসী দবির মিয়া,হেলাল আহমদ,হাজী ফয়জুর রহমান, আব্দুল মালিক, আশিক আলী, মোশাহিদ আলী, জুবেল আহমদ,
শফিকুল ইসলাম সফিক প্রমুখ।
Leave a Reply