বাসিয়া নদী ও পরিবেশ মারাক্ত দূষণের কবলে
নিজেস্ব প্রতিবেদক: মাননীয় এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব ও নবগঠিত বিশ্বনাথ পৌরসভার মেয়র সাহেব..
আপনারা এই তিন জন বিশ্বনাথের দায়ীত্বে থাকা অভিভাবক ও জনপ্রতিনিধি কিন্তু দুঃখের বিষয় হলো বিশ্বনাথবাসী আপনাদের কাছে যেমনটা প্রত্যাশা করে ঠিক তেমন কিছু পায়নি- বিশেষ করে মাননীয় এমপি সাহেব ও উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আর মেয়র সাহেব নতুন নির্বাচিত হয়েছেন তাই উনার প্রতি এতোটা বলা যায়না.. যাই হোক মুল বিষয় হচ্ছে বিশ্বনাথ বাসিয়া নদীটিকে বিশ্বনাথের অসাধু কিছু মানুষ ও ব্যবসায়ী ময়লা, আবর্জনা ফেলার ডাস্টবিনে পরিণত করেছে- যার কারণে এই বাসিয়া নদী নামক ডাস্টবিনের উপরে নির্মিত দুটু ব্রীজের উপর দিয়ে দূর্গন্ধের কারণে মানুষের যাতায়াত খুবই কষ্টকর.. এবং পুরো বিশ্বনাথ বাজারের পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে- ক্লীন বিশ্বনাথ নামে আছে কাজে নাই.. আপনারা জনপ্রতিনিধিগণ এই দিকে সব সময় যাতায়াত করেন আপনাদের নাকে কি কোন দূর্গন্ধ স্পর্শ করেনা.. নাকি নাকে রুমাল দিয়ে চলে যান.. এমন ভাবে চলতে থাকলে পুরো বিশ্বনাথের পরিবেশ নষ্ট হয়ে যাবে, আর বাসিয়া নদী সহ পুরো বিশ্বনাথ বাজার আবর্জনার স্তুপে পরিণত হবে.. কোমলমতি শিশুরা সহ সবাই নানান জটিল রোগে আক্রান্ত হবে.. বিশ্বনাথ নগরি পরিণত হবে অসুস্থতার নগরিতে..
আপনাদের প্রতি বিনীত অনুরোধ যত দ্রুত সম্ভব এই বিশ্বানাথবাসীকে বাঁচান.. পরিবেশ বাঁচান, মানুষকে এই দূর্গন্ধ থেকে সুরক্ষা করার ব্যবস্থা দ্রুত করুন।।
অনুরোধক্রমেঃ
বিশ্বনাথের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের পক্ষে হাবড়া বাজার থেকে
শেখ আরকান আলী রাজা
Leave a Reply