বিক্ষোভে উত্তাল সিলেট; রাষ্টীয় ভাবে নিন্দা জানানো দাবি
মুফতি একে এম মনোহর আলী
বাংলাদেশ আঞ্জুমানে ইসলামিয়ার কেন্দ্রীয় মহা সচিব মাওলানা মুফতি একে এম,মনোহর আলী বলেছেন,ভারতীয় বিজেপি কতৃক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাঃ কে নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে বিশ্বের মুসলিম দেশগুলো একত্রিত যেখানে সেখানে সরকারের পক্ষ থেকে এখনও নিন্দা জানানো হয়নি।
অনতিবিলম্বে রাষ্ট্রের নিন্দা জানানোর দাবি করেন তিনি। বুধবার বিকেলে সিলেট নগরীতে তালামীযে ইসলামির মিছিল শেষে সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তালামীযে ইসলামিয়া সিলেট জেলা কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় অংশ নেন ইসলামি স্কলার ড.আহমদ হাসান চৌধুরী,তিনি বলেন ভারতে ক’দিন পরপর মুসলমানদের নিয়ে কটুক্তি করা হয়,এতে ভারতীয় সরকারের কোনো ভূমিকা থাকে না,বিজেপির কয়েকজন নেতা কটুক্তি করেছে এনিয়ে বিশ্ববাসী উত্তেজিত যখন তখন এদেশের সরকার ও নীরবতা পালন করছে,সবাই নিজ নিজ ধর্ম পালন করবে,কেউ কারোর ধর্মে আঘাত করলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এখনি সংসদে আইনকে আরও শক্তিশালী করে প্রয়োগ চাই।
দিনব্যাপী সিলেট নগরীতে মিছিল সমাবেশ করেছে ইসলামি একাধিক সংগঠন,ব্যবসায়ী,ছাত্র,যুবক ও সাধারণ তৌহিদি জনতা।এতে হাজার হাজার বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ অংশ নেন।
Leave a Reply