1. admin@dainikamarbiswanath.com : admin :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্বনাথে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন বিশ্বনাথে নিউলাইফ ‘মা ও শিশু’ ক্লিনিকের শুভ উদ্বোধন জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থার ইফতার মাহফিল সম্পূর্ণ ২৬ মার্চ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন ২৬ মার্চ প্রথম প্রহরে বিশ্বনাথে বিএনপি’র পুস্পস্তবক অর্পন স্বপ্নসিঁড়ি কর্তৃক মাহে রামাদ্বান উপলক্ষে স্বল্প আয়ের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন। লন্ডনে দেওকলস দ্ধীপাক্ষিক স্কুল এন্ড কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত জগদিশপুর সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা মরহুম হাজী আব্দুল মতিন মিয়ার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথের আকাশে আবারো আরেক ভন্ড রাণী !

কবি এস পি সেবু
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পঠিত

কবি এস.পি.সেবু (নিজেস্ব প্রতিবেদক): সিলেটের বিশ্বনাথে বার বার হানা দিচ্ছে কথিত রাণী নামধারী কিছু অপবিত্র ও সমাজদ্রোহী মহিলা। যেমন : বিশ্বনাথ উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী দুই দুইটি মার্ডার চাউলধনী হাওরে সংঘঠিত করেও সন্ত্রাসী সাইফুল গংদের পরকীয়ার মক্ষীরানি হয়েও খুনের মামলা থেকে রেহাই পেতে সিলেট থেকে পালিয়ে যায়। আর এ দিকে আরেক মক্ষীরানীর আগমন প্রায়ই আড়ালে আবডালে ছিলো।

বিশ্বনাথ(সিলেট)বাসীর প্রিয় বিশ্বনাথ ডিগ্রী সরকারী কলেজ।যাকে সবাই “বিশ্বনাথ সরকারী কলেজ” নামে চিনেন।
উক্ত কলেজে চাকরিরত ঐ মক্ষীরানীর নাম “প্রভাষক শংকু রাণী সরকার” হ্যাঁ। তার বিরুদ্ধে শাতাধিক অধিযোগ দানা বেঁধে উঠেছে।

(প্রথম পর্ব আজকের ইনভেষ্টিগেশন রিপোর্টে)

বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক শংকু রাণী সরকারের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস।
৭২ ঘন্টার মধ্যে তাকে (শংকু রাণী) কলেজ থেকে অপসারণ না করা হলে আগামী সোমবার (৬ মার্চ) থেকে পরীক্ষাসহ সকল প্রকার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক শংকু রানী সরকারের একাধিক অসৌজন্যমূলক আচরণ,
ক্ষমতার দাপট,দুর্নীতি, অনিয়ম,ঘুষ গ্রহণ সহ বিভিন্ন কারণে ফুঁসে উঠে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বুধবার (১ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত প্রতিবাদ সভা থেকে ওই ঘোষণা দেন বক্তারা।
শংকু রাণী সরকারের আচরণে কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে টানটান উত্তেজনা।

সভায় বক্তারা বলেন, প্রতারণাকে পেশা বানিয়ে নিজের নারীত্বকে পূঁজি করে গায়ের জোরে সর্বক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্থ থাকা ‘সিলেট জেলা আইনজীবি সমিতি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ভূয়া আইনজীবি, ভূয়া ও হলুদ সাংবাদিক,ভুয়া মানবাধিকারকর্মী ও কিছু নিষিদ্ধ কাজে জড়িত থাকায় – কলেজের তথাকথিত প্রভাষক শংকু রাণী সরকারের আচরণে আজ অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের লোকজন।

কলেজকে কলঙ্কমুক্ত করতে দ্রুত শিক্ষক নামধারী ওই প্রতারককে অপসারণ করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে নানান অপরাধের সাথে জড়িত থাকা প্রতারক পার্টির সদস্য শংকু রাণী সরকারকে অপসারণ করা না হলে আগামী সোমবার থেকে কলেজের পরীক্ষা ও সকল প্রকার ক্লাস বর্জনসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করা হবে।বিশ্বনাথ সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কলেজের সাবেক শিক্ষার্থী মকদ্দছ আলী, আব্দুল আজিজ সুমন, সিরাজুল ইসলাম সিরাজ, রফিক আলী, শাহ বোরহান আহমদ রুবেল, ডিগ্রি ফাইনাল বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান, ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী মামুনুল হক।
প্রতিবাদ সভায় বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যাক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা