রাজা মিয়া : সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ নং দেওকলস ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম এর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানা গেছে।
বন্যাকালীন গত ১৮/০৭/২০২২ ইং তারিখে কালিজুরি গ্রামের আবদুল বারিকের পুত্র মোঃ কদর আলী একই গ্রামের সুরেন্দ্র মালাকারের পুত্র অবন মালাকারের কাছে সরকারি সহায়তার চাল বিক্রি করেছেন বলে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে তদন্তের মাধ্যমে আনিত অভিযোগ মিথ্যা বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম সরকার।
এদিকে উক্ত বিষয়টি নিয়ে অভিযুক্ত আলেয়া বেগম জানান,হিংসাত্নক ভাবে তার বিরুদ্ধে একটি চক্র অভিযোগ এনেছে,এটা তদন্তের মাধ্যমে মিথ্যা প্রমানিত হয়েছে ,তাই তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে ও জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত খায়রুল আমীন আজাদ জানান,বিষয়টি খুবই দুঃখজনক,মিথ্যার আশ্রয় নিয়ে একজন মানুষকে হয়রানি করা কিংবা মানহানি করা মোটেই উচিৎ হয়নি। পরিষদের পক্ষে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
Leave a Reply