বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে নবগঠিত পৌরসভায় ও বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছে জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগ আয়োজিত কর্মিসভা শেষে এ সিভি সংগ্রহ করা হয়। এই দুই ইউনিটের দুই শীর্ষ পদের জন্য প্রায় অর্ধশত ছাত্রনেতা তাদের সিভি জমা দিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সঞ্চালনায় কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা যুবলীগ নেতা রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, দীপু ধর। এসময় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ সরকারি কলেজে ও পৌরসভায় ছাত্রলীগের কোন কমিটি নেই। এই দুই ইউনিটে দ্রুত কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সম্পাদক পদে আজ জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে দক্ষ ও ত্যাগী কর্মিদেরকে দিয়ে খুব শীঘ্রই আমরা কমিটি ঘোষণা করবো।
Leave a Reply