সিলেটের বিশ্বনাথে অবৈধ ভাবে খাসজমি ও খেলার মাঠ থেকে মাটি খননের অভিযোগ পাওয়া গেছে। ১১ জানুয়ারি শনিবার উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের খেরতলা নামক খাসজমি ও খেলার মাঠ খনন করে বসত বাড়িতে মাটি নিচ্ছেন একই গ্রামের মৃত আবদুল জব্বার এর পুত্র মোঃ আবুল কালাম (৫০)। তিনি জেনে শুনেই মাটির জন্য নির্বিচারে খনন করছেন খাসজমি ও খেলার মাঠ। এতে পরিবেশ ধ্বংস ও যুবকদের খেলাধুলার জায়গাটি ও বিনষ্ট হয়েছে। সরজমিন গিয়ে মাটি খননের জন্য একটি খননযন্ত্র ও দেখা যায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে তার মুঠোফোনে কল করা হলেও রিসিভ করেন নি।
এলাকাবাসীর দাবি দশঘর ইউনিয়নের দশঘর ও সাড়ইল গ্রামের “খেরতলা নামক” সরকারি পতিত ও গোপাঠ। সরকারি খালের পার্শ্ববর্তী খেলার মাঠ থেকে অবৈধ ভাবে মাটি খনন করা হয়েছে। তারা এ ব্যাপারে ইউএনও বরাবরে অভিযোগ করবেন বলে ও জানিয়েছেন।
Leave a Reply