ষ্টাপ রিপোটঃ বন্যা পরবর্তী স্কুলগামী কিশোর এবং কিশোরীদের ব্যক্তিগত সুরক্ষা এবং করুণা প্রতিরোধে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্দোগে
সেনেটারি ন্যাপকিন, সাবান, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ কর্মসূচি আজ ৭ আগস্ট সকালের একলিমিয়া দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে একলিমিয়া দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ফখরুদ্দিনের সভাপতিত্বে ও ধারাবাষ্কার এ কে এম তুহেমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক সুপার ভাইজার মো: আব্দুল হামিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুর রশিদ ইউসুফ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম জুনেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমেদ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, রামপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুজ্জামান খান, জাকির আহমদ, আব্দুন নুর, মখন মিয়া, রাজিব বৈদ্য, ইকবাল হোসেন, আদিত্য বিশ্বাস, ঈশিতা আক্তার সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী বৃন্দ।
বিতরন শেষে নওধার গনস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমেদ জানান,
গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্দোগে সিলেটে বিগত বন্যায় দুর্গত মানুষদের পাশে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র কাজ করে করেছে। বন্যায় রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩১০০ পরিবারে শুকনো খাবার ও ৮০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে গনস্বাস্থ্য কেন্দ্র।
ধারাবাহিকতায় বন্যা পরবর্তী স্কুলগামী কিশোর কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং করুনা প্রতিরোধে সেনেটারী ন্যাপকিন হ্যান্ডওয়াশ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। আজ আমরা একলিমিয়া দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৯২১ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করি। গণস্বাস্থ্য কেন্দ্র দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে অতীতের ন্যায় বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
Leave a Reply