নিজেস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে “দৈনিক আমার বিশ্বনাথের” কার্যালয়ে আন্তর্জাতিক সংগীতবিদ ও বাংলাদেশ টেলিভিশন বেতারের তালিকাভুক্ত সিনিয়র গীতিকার, এম.এ.একাডেমী ইউ.কে.এর প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশ্বনাথের রত্ন আছাব আলীকে আজ উষ্ম সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অপসংস্কৃতি প্রতিরোধে ও গীতিকাব্য বিশেষ অবদান সরূপ গীতিকার আছাব আলীকে বিশ্বনাথের জনপ্রিয় নিউজ সাইড ওয়েভ পোর্টাল “দৈনিক আমার বিশ্বনাথ পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
দৈনিক আমার বিশ্বনাথের
সম্পাদক ও টেক প্রশাষক মজলু মিয়া, নির্বাহী সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, প্রকাশক মো.ফয়ছল মিয়া,সিনিয়র প্রতিবেদক আজমান খান সুমন,ক্রীড়া সম্পাদক ইমাম উদ্দীন,ব্যবস্থাপনা সম্পাদক আতাউর রহমান রাসেল, গ্রাফিক্স ও কম্পিউটার অপারেটর সাব্বির আহমদ সহ সিলেট থেকে আগত এম.এ.একাডেমীর স্টাফবৃন্দ।
উলেখ্যে, বিশ্বনাথের রত্ন গীতিকার আছাব আলীকে
“দৈনিক আমার বিশ্বনাথের ” সিনিয়র উপদেষ্টা হিসাবে
বরণ করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
Leave a Reply