রাজা মিয়া:: এমনিতে তিনি রাজনীতির মানুষ। সিলেটের বিশ্বনাথ উপজেলার চেনামুখ। তবে তার আছে আরও নানা পরিচয়। একজন সমাজসেবক হিসাবেও যথেষ্ট পরিচিত। এবার তার সাফল্যে আরেকটি পালক সংযুক্ত হলো। আব্দুল আজিজ সুমন বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা হয়েছেন।
মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি) এ সংগঠনের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয় বলে সংগঠনের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আব্দুল আজিজ সুমনের প্রধান পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের একজন কর্মী। রাজপথের একজন পরিচতি এবং জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন।
তিনি একজন শিক্ষানুরাগীও। তিনি বিশ্বনাথের হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অভিভাবক শ্রেণীর সদস্য হিসাবে এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে মূল্যবান অবদান রাখছেন।
রাজনীনৈতিক অঙ্গনের পরিচিত মুখ আব্দুল আজিজ সুমনের পেশা ব্যবসা। দীর্ঘদিন থেকে তিনি সুনামের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তার দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি নিজের মেয়ের নামে, মেসার্স মুনতাহা ডেভেলাপমেন্ট করপোরেশন। অপরটি নিজের নামে, মেসার্স সুমন এন্টারপ্রাইজ।
ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের যা আয়-রোজগার হয়, তা দিয়েই চলছে তার পরিবার এবং সমাজসেবা।
সুমন বিশ্বনাথের খেলাধুলার উন্নয়নেও কাজ করছেন। এ উপজেলার জানাইয়া এলাকার পুরানো ঐতিহ্যবাহী একটি সংগঠন হীরামন সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাব। গত প্রায় ৪০ বছর ধরে এই সংগঠন বিশ্বনাথের সমাজ ও ক্রীড়ার উন্নয়নে মূল্যবান অবদান রাখছে।
সুমন এই সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাকে এ দায়িত্ব দেয়া হয়। এতেই তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ পাওয়া যায়।
তার সাংগঠনিক দক্ষতার কারণেই সর্বশেষ তাকে বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের উপদেষ্ঠার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনের দায়িত্বশীল একাধিক সূত্র।
বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আব্দুল আজিজ সুমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান নির্ভরশীলতার প্রতিক হয়ে।
সিলেটজুড়ে গেলবারের বন্যা ও তার আগে করোনাকালীন সংকটেও নিজের ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন সহায়তা নিয়ে।
তিনি তার সেবামূলক কার্যক্রম এবং রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ব্যাপারে সবার দোয়া চেয়েছেন।
Leave a Reply