বিশ্বনাথ উপজেলায় পাচঁটি রাস্তার কাজের উদ্বোধন করলেন সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান এমপি। ৪নং ইউনিয়নের রামপাশা থেকে রাজাগঞ্জ বাজার, বৈরাগী বাজার জিসি। ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর ইউপি রোড ভায়া জগদীসপুর, গুলচন্দ বাজার -ভূরকী-বাজার বাংলা বাজার, দশঘর ইউপি-লহরী- মাছুখালি বাজার, বাগিচা বাজার কজাকাবাদ এফ ডব্লিউ সি রাস্তার মেরামত কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ,দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খারুল আমিন আজাদ, সমাজসেবক শহিদ আহমদ, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র, রাসেদ আহমদ’সহ বিভিন্ন ইউনিয়নের বিশিষ্টজন ও বিশ্বনাথের কর্মরত সাংবাদিক বৃন্দ।
Leave a Reply