স্টার রিপোট:: পৌরশহরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত বেগ বাড়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও এলাকার কয়েকটি গ্রামের ২৫০টিরও অধিক অসহায় ও দ্রারিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ পৌরশহরের স্থানীয় মিরেরচর গ্রামে ঐতিহ্যবাহী বেগ বাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । বেগ বাড়ী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও এলাকার প্রবীণ মুরব্বী ও সমাজসেবী মির্জা রুস্তূম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ পত্রিকার সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন ও বিশ্বনাথ প্রেসক্লাবের আরেক সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট এর সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মির্জা রুবায়েত বেগ।
অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে, এলাকার অসহায় মানুষের সাহায্যার্থে প্রতিবারের ন্যায় এবারও এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য বেগ পরিবারের প্রতি ধনে ও কৃতজ্ঞতা জানান ও আশা প্রকাশ করেন এলাকার প্রতিটি গ্রামে এভাবে যদি বেগ পরিবারের মত দ্রারিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন তাহলে নিঃসন্দেহে প্রতি ঈদে প্রত্যেকটি দ্রারিদ্র পরিবারে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করে নেওয়া সম্ভব হবে । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী সাইফুর রহমান বকুল, মোঃ সাহাবুদ্দিন, আব্দুল হাফিজ প্রমুখ । অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রবাসী মির্জা শাহিন বেগ । প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি পেঁয়াজ,১ কেজি ময়দা ও ২টি সেমাই ছিল।
Leave a Reply