বিশ্বনাথে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিশ্বনাথে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২ :০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরবর্তী আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি সকালে কাইয়াখাইড় ধীতপুর মকরম আলী সরকারি বিদ্যালয় ও জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনজুর আহমদ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক নাজমুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছুরত মিয়া বাবুল।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব।
এসময় উপস্থিত ছিলেন,জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মশাহিদ,বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হান্নান, আলী,সাংবাদিক ও কলামিস্ট রাজা মিয়া,জেলা ছাত্রলীগ নেতা মশাহিদ আলী,আবদুল কাহার,সোহেল মিয়া,সাজ্জাদ মিয়া প্রমুখ
Leave a Reply