এসময় বাসের ধাক্ষায় সিলেটগামি আরো ৪টি অটোরিক্স (সিএনজি) ও ৩টি ব্যাটারি চালিত টমটমের ব্যাপক ক্ষতি হয়েছে। দূর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও বাস, পিকআপ ও ব্যাটারি চালিত টমটম থানা পুলিশ আটক করে।
বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্ষায় (সিলেট জ ১১-০৩৩৮) পিকআপ ঢাকা মেট্রো ঠ ১৪-০১৮৫ এবং ব্যাটারি চালিত টমটম মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত হন ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২), আহত হয়েছেন কারিকোনা গ্রামের মৃত: আব্দুর রশীদের ছেলে টমটম চালক মাহবুব আলম (৪২), মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে পিকআপ চালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৫), পদচারি ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৫), এদের মধ্যে অজ্ঞাতনামা আরো ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply