বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ দশপাইকা গ্রামে আব্দুস সালাম নামে এক গরুচোর জনতার হাতে আটক হয়েছে। আব্দুস সালাম পশ্চিম দশপাইকা গ্রামের মৃত আব্দুল আহাদ এর পুত্র।
আটক গরুচোর আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
২৮ মে ২০২৩ ইং রাত ২ ঘটিকার সময় দক্ষিণ দশপাইকা গ্রামের জুবেল ও সুহেলের বাড়িতে গরু চুরি করে পালিয়ে য়াওয়ার সময় ২টি গরুসহ স্থানীয় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গরুসহ আটক আব্দুস সালামকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই শাহপরান মোল্লা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।