দৈনিক আমার বিশ্বনাথ::: বিশ্বনাথে হিন্দু থেকে নয়জন সদস্য নিয়ে মুসলিম হওয়া পরিবারটি এখন অসহায়
তিন বছর আগে হিন্দু থেকে নয়জন সদস্য নিয়ে মুসলিম হয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের বিল্লাল হোসেন নামের( ৫০)এক বৃদ্ধ! বর্তমানে থাকেন রামপাশা ইউনিয়নের শেখ পাড়াঁ গ্রামের রাস্তার পাশে এক প্রবাসীর বাড়িতে জরাজীর্ণ একটি জায়গায়! নেই ভিটেমাটি,ভাঙা ঘরে বিদ্যুৎ বিহীন অন্যের জায়গায় বসবাস করেন।শুক্রবার বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করতে গিয়ে চোখে পড়ে তার চিত্র!
পাননি কোনো সহযোগিতা ও!
এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকলের নিকট সহযোগীতা চান বিল্লাল হোসেন নামের এই ব্যক্তি
Leave a Reply