বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ শয্যা করোনা আইসিলোশন বেড সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে।
কোভিড- ১৯ এর প্রাথমিক চিকিৎসার জন্য আর নয় সিলেটে অক্সিজেন সার্পোট সহ প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্য কমপ্লেক্স ও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আজ থেকে বিশ্বনাথ উপজেলা বাসি মনোরম পরিবেশে চিকিৎসা পাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর টিম লিডার ফজল খান সভাপতিত্বে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর সদস্য আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা।
উপস্থিত ছিলেন ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর সকল সদস্য বৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশ্বনাথ, সিলেট।
সহযোগিতায়: ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিম।
জরুরী প্রয়োজনে
ইমার্জেন্সির মেডিক্যাল অফিসার- 01730324751
ফজল খান, 01712961821
আব্দুল বাতিন, 01749224848
আমিনুল ইসলাম, 01797322724
ইকবাল হোসেন, 01777165950
শিপন মিয়া, 01734525156
Leave a Reply