করোনাকালীন সময়ে বিশ্বনাথ উপজেলায় অক্সিজেন সহায়তা দিতে কাজ করছেন ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিম।
করোনা আকাক্র রোগীর অক্সিজেনের প্রয়োজনে ফোন আসলেই
রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছে ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিম। রাত কিংবা দিন। সংগঠনে সার্বিক প্রচেষ্টায় প্রবাসীসহ মানবিক অনেকেই এগিয়ে এসেছেন এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
বিশ্বনাথ উপজেলার প্রায় দুইশত রোগীকে ইতিমধ্যে অক্সিজেন সেবা দিয়ে আসছেন ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাসছেন প্রংসশায় ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিমের সদ্যসরা।
করোনা আকাক্র রোগী সেবা পাওয়া পর রোগীর স্বজন জানান, অনেক জায়গায় খোঁজ করে অক্সিজেন সিলিন্ডার টাকা দিয়েও পাইনি। ফ্রি অক্সিজেন সার্পোট বিশ্বনাথ টিমের সদ্যস ইকবাল হোসকে ফোন করেই আমি ফ্রি অক্সিজেন সার্ভিসটি পেয়েছি তাদের মানবিকতার কাছে আমার ফ্যামেলী কৃতজ্ঞ।
সংগঠনের দায়িত্বশীল ফজল খান বলেন করোনা আক্রান্তের কারনে অক্সিজেন লেভেল কমে যাওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাব ইশাআল্লাহ।
ফজল খান—01712961821
মোঃ আব্দুল বাতিন-01749224848
মোঃ আমিনুল ইসলাম- 01797322724
মোঃ ইকবাল হোসেন -01777165950
মোঃ শিপন মিয়া -01734525156
Leave a Reply