বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর রামপ্রসাদ গ্রামের হতদরিদ্র রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ রাকিব আলী (১৫)। সে বৈরাগী একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হঠাৎ করে শারীরিক অসুস্থতা দেখা দিলে তার পরিবার চিকিৎসকের দারস্থ হন,পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে জানা গেছে শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই খবর জানা মাত্র পুরো পরিবারে নেমে আসে হতাশার ছোঁয়া। দিনমজুর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করার সাধ্য নেই। খোঁজ নিয়ে দেখা যায়,একটি হতদরিদ্র পরিবারে রাকিবের জন্ম। বাবা একজন দিনমজুর,নেই একটি ভালো বসতঘর,একান্ত কুঁড়ে ঘরে করছেন দিনপাত। জানতে চাইলে শিক্ষার্থী রাকিবের বাবা রিয়াজ উদ্দিন বলেন,আমার বড় ছেলে রাকিব,পড়াশোনায় খুবই মেধাবী,নিজে কষ্ট করে বাচ্চাকে লেখা পড়া শিখাচ্ছেন,এমতাবস্থায় এই রোগে আক্রান্ত জেনে নিজে দিশেহারা। ছেলেটি এখন বাঁচতে চায়।তাই সমাজের কিছু বৃত্তবান মহৎ মানুষ এগিয়ে আসলে হয়তো ছেলেটা একটি নতুন জীবন ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply