মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকেঃ বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। উপজেলার যে সকল এলাকায় মাদকের রমরমা ব্যবসা, মাদকসেবীর অবস্থান, অনলাইন জুয়ার আসর বসে এসব এলাকায় অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
গতকাল ১১ই আগস্ট ওসমানী নগর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা থেকে পদায়ন পেয়ে বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
১২ই আগস্ট ২৩ইং শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মাদক জুয়ার বিরুদ্ধে আইনগত এমন প্রদক্ষেপ গ্রহনের কথা জানান তিনি ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন; বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম, সহ-সভাপতি মজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া , দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম।